ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী বাড়িতে নেই, জরিমানা ১০ হাজার

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধিঃ

হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মেনে বাইরে ঘোরাঘুরি করায় প্রবাসী কামরুজ্জামানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে সাতক্ষীরা সদরের কামালনগর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

প্রবাসী কামরুজ্জামান শহরের কামালনগর গ্রামের বাসিন্দা। তিনি মালদ্বীপ প্রবাসী।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, গত ১৫ তারিখে মালদ্বীপ থেকে বাড়িতে ফেরেন কামরুজ্জামান। এরপর তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তবে তিনি সেটি না মেনে বাইরে ঘোরাফেরা করেন এমন অভিযোগে জেলা প্রশাসকের নির্দেশে তার বাড়িতে যাওয়া হয়।

তিনি বলেন, বাড়িতে গিয়ে দেখা যায় কামরুজ্জামান বাড়িতে নেই। পরে তাদের বাড়ির লোকদের মারফত খবর দিয়ে বাড়িতে ডেকে আনা হয়। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানতে বাধ্য করার ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে  আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Author Information
আপডেট সময় : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
২৯৮ Time View

কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী বাড়িতে নেই, জরিমানা ১০ হাজার

আপডেট সময় : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০

সাতক্ষীরা প্রতিনিধিঃ

হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মেনে বাইরে ঘোরাঘুরি করায় প্রবাসী কামরুজ্জামানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে সাতক্ষীরা সদরের কামালনগর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

প্রবাসী কামরুজ্জামান শহরের কামালনগর গ্রামের বাসিন্দা। তিনি মালদ্বীপ প্রবাসী।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, গত ১৫ তারিখে মালদ্বীপ থেকে বাড়িতে ফেরেন কামরুজ্জামান। এরপর তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তবে তিনি সেটি না মেনে বাইরে ঘোরাফেরা করেন এমন অভিযোগে জেলা প্রশাসকের নির্দেশে তার বাড়িতে যাওয়া হয়।

তিনি বলেন, বাড়িতে গিয়ে দেখা যায় কামরুজ্জামান বাড়িতে নেই। পরে তাদের বাড়ির লোকদের মারফত খবর দিয়ে বাড়িতে ডেকে আনা হয়। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানতে বাধ্য করার ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে  আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।