ঝিনাইদহের কালীগঞ্জে একটি ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। এদিকে চুরির পর ফার্মেসি মালিকের মোবাইল নম্বরে কল করে চুরির দায় স্বীকার করেছে চোরচক্রের সদস্যরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
রবিবার (৩০ মার্চ) মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ভোরবেলার দিকে চোরচক্রের এক সদস্য আমার মোবাইলে কল করে বলে, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন তো ক্যাশে এত টাকা রাখলেন কেন! একটু বেশি করে রাখতে পারেন না?
তিনি আরো বলেন, মোবাইলের কথা আমি বিশ্বাস করছিলাম না। পরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে গেছে তারা।
এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদারের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
সবুজদেশ/এসইউ