ক্রিকেট থেকে বিদায় নিলেন মালিঙ্গা
সবুজদেশ ডেস্কঃ
ক্রিকেটকে বিদায় বলে দিলেন লাসিথ মালিঙ্গা। ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিলেন শ্রীলংকান এই তারকা পেসার।
পেস আক্রমণে ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়ানো মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শ্রীলংকা।
ক্রিকেট থেকে বিদায়ের আগেই টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ ১০৭ উইকেট শিকার করেন মালিঙ্গা। ১০৬ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সম্প্রতি লাসিথ মালিঙ্গা তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে টি-টোয়েন্টিতে তার উইকেটের পরিসংখ্যান দেখানো হয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন- ‘যদিও আমার জুতা বিশ্রাম নেবে তবে খেলার প্রতি আমার ভালোবাসা কখনই বিশ্রাম নেবে না।’
এর আগে ২০১১ সালের ২২ এপ্রিলে মালিঙ্গা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ২০১৯ সালের ২৬ জুলাই ওয়ানডে থেকে অবসর নেন।
অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাট থেকেই বিদায় নিলেন মালিঙ্গা।
লাসিথ মালিঙ্গা শ্রীলংকার হয়ে ৩০ টেস্টে শিকার করেন ১০১ উইকেট। ২২৬টি ওয়ানডেতে অংশ নিয়ে শিকার করেন ৩৩৮ উইকেট। আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১০৭ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।