ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিস হিপকিনস হচ্ছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস। প্রধানমন্ত্রী পদে দলের মনোনয়ন পাওয়া একমাত্র ব্যক্তি হওয়ায় তিনি এ পদে বসতে যাচ্ছেন। তিনি দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (২১ জানুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

জানা গেছে, দলের মনোনয়ন চূড়ান্ত হলেও এখনই চেয়ারে বসতে পারছেন না হিপকিনস। আগামী ৭ ফেব্রুয়ারি দেশটির গভর্নর জেনারেলের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন জেসিন্ডা। এরপর রাজা তৃতীয় কিং চার্লসের পক্ষে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন তিনি।

২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ক্রিস হিপকিনস। এরপর ২০২০ সালে কোভিড-১৯ বিষয়ক মন্ত্রীর পরে বদল করা হয় দপ্তর।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) হঠাৎই পদত্যাগের ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

জেসিন্ডা আরডার্ন বলেন, “কঠিন সময় যাচ্ছে বলে আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি, তা নয়। এমন হলে আমি আগেই সরে যেতাম। আমি চলে যাচ্ছি, কারণ প্রধানমন্ত্রিত্বের মতো বিশেষ ভূমিকার সঙ্গে অনেক দায়দায়িত্ব জড়িয়ে থাকে, যা পালন করা আমার পক্ষে হয়তো আর সম্ভব নয়।”

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ক্রিস হিপকিনস হচ্ছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

Update Time : ০৬:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস। প্রধানমন্ত্রী পদে দলের মনোনয়ন পাওয়া একমাত্র ব্যক্তি হওয়ায় তিনি এ পদে বসতে যাচ্ছেন। তিনি দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (২১ জানুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

জানা গেছে, দলের মনোনয়ন চূড়ান্ত হলেও এখনই চেয়ারে বসতে পারছেন না হিপকিনস। আগামী ৭ ফেব্রুয়ারি দেশটির গভর্নর জেনারেলের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন জেসিন্ডা। এরপর রাজা তৃতীয় কিং চার্লসের পক্ষে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন তিনি।

২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ক্রিস হিপকিনস। এরপর ২০২০ সালে কোভিড-১৯ বিষয়ক মন্ত্রীর পরে বদল করা হয় দপ্তর।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) হঠাৎই পদত্যাগের ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

জেসিন্ডা আরডার্ন বলেন, “কঠিন সময় যাচ্ছে বলে আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি, তা নয়। এমন হলে আমি আগেই সরে যেতাম। আমি চলে যাচ্ছি, কারণ প্রধানমন্ত্রিত্বের মতো বিশেষ ভূমিকার সঙ্গে অনেক দায়দায়িত্ব জড়িয়ে থাকে, যা পালন করা আমার পক্ষে হয়তো আর সম্ভব নয়।”