কয়রায় মৎস্য ঘের দখলের চেষ্টা: লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ
খুলনাঃ
খুলনার কয়রায় একটি মৎস্য ঘেরে হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার মাছ লুটপাট, ঘেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযো করেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয় মৎস্য ঘেরের বাঁধও কেটে দিয়েছে তারা। ঘেরের মাছ লুট ও অগ্নিসংযোগের কারণে সর্বশান্ত হয়ে গেছেন ঘের মালিক।
এব্যাপারে ভুক্তভোগী ঘেরমালিক উপজেলার আটরা গ্রামের মিজানুর রহমান বাদী হয়ে দশালিয়া গ্রামের আফসার আলী মোড়লসহ ১৪ জনকে আসামি করে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আটরা গ্রামের মিজানুর রহমান দীর্ঘদিন যাবৎ দশহালিয়া মৌজার ৯০ বিঘা জমির উপর মৎস্য ঘের করে আসছেন, হঠাৎ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় আফসার মোড়লের নেতৃত্বে ১৪ /১৫ জনের একটি দল ঘেরের বাসায় হামলা চালিয়ে মৎস্য ঘেরের মাছ লুটপাট করে। দুর্বৃত্তরা লুট করে চলে আসার সময় ঘেরের বাঁধ কেটে দেয় ও মৎস্য ঘেরের দুটি বাসা আগুনে পুড়িয়ে দেয় এতে করে ভুক্তভোগীর কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ঘের মালিক দাবি করেন। কয়রা থানার ওসি মোহাম্মদ রবিউল হোসেন বলেন এ ধরনের একটি অভিযোগ জমা হয়েছে, তদন্ত চলছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।