খাবারের জন্য ডিসির দুয়ারে অসহায় নারী-পুরুষ!
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া পৌরসভার চৌড়হাঁস ক্যানাল পাড়া ৫নং ওয়ার্ডের কর্মহীন দুস্থ অসহায় ও দরিদ্র কয়েকশত নারী-পুরুষ সরকারি খাদ্য সহায়তার আবেদন নিয়ে ডিসির দুয়ারে অবস্থান নেয় তারা।
শনিবার বেলা ১২টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে খাদ্য সহায়তা পাওয়ার আশায় ঘন্টাব্যাপী অবস্থান নেয় তারা। পরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন নতুন তালিকা করে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেবার আশ্বাস দিলে কালেক্টরেট চত্বর ত্যাগ করেন কয়েকশত কর্মহীন দুস্থ অসহায় ও দরিদ্র মানুষ।
অবস্থান নেওয়া কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান,‘করোনাভাইরাস থেকে নিজের ও পরিবারের মানুষ গুলোকে রক্ষা করতে কাজকর্ম ছেড়ে দিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান নিয়েছি। আমাদের ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কোনো কাজ করতে পারছি না। এতে আমাদের ঘরের খাবার শেষ হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিন কাঠছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের কোনো খোঁজ রাখছে না। ত্রাণ বিতরণে মুখ পরিচিত দেখে ত্রাণ দিচ্ছেন কাউন্সিলর মুরাদ। তাই ক্ষুধার যন্ত্রণায় খাদ্য সহায়তা পাওয়ার আশায় ডিসির দোয়ারে আসতে বাধ্য হয়েছি।
কুষ্টিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফ-উল-হক মুরাদ বলেন, চৌড়হাঁস ক্যানাল পাড়ায় ৮০জনকে ত্রান সহায়তা দেওয়া হয়েছে এখন পর্যন্ত। ত্রাণ বিতরণে মুখ পরিচিত দেখে ত্রাণ দিচ্ছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন এটা ওইখানকার মানুষের রেয়াজ। দিলেও এমন কথা বলবে না দিলেও একই কথা বলবে। তারা যখন কালেক্টরেট চত্বরে অবস্থান নিয়েছিল। তখন আমার সাথেও অনেকের দেখা হয়েছে। আমাকে দেখে মুখ ঢেকে চলে গেছে অনেকেই। পর্যায়ক্রমে তাদের ত্রাণ সাহায্য দেওয়া হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.আসলাম হোসেন বলেন, তাদের ভোটার আইডি কার্ড জমা নেওয়া হয়েছে। ত্রান সহায়তা না পেয়ে থাকলে অবশ্যই সরকারি খাদ্য সহায়তা দেয়া হবে।