সবুজদেশ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল বুধবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিবার ইনস্টিটিউট ও হাসপাতালে বেগম খালেদা জিয়া টিকা নেবেন। ওই সময় নিরাপত্তার জন্য ডিএমপি’র কাছে আবেদন করা হয়েছে।
এর আগে গত ১৯ জুলাই একই হাসপাতালে যুক্তরাষ্ট্রের তৈরী মর্ডানার টিকার প্রথম ডোজ নিয়ে ছিলেন খালেদা জিয়া।
গত ১০ এপ্রিল খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজায়’ করোনায় আক্রান্ত হন। পোস্ট কোভিড জটিলতার চিকিৎসার জন্য গত ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন আবার গুলশানের বাসায় ফেরেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রীর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটুর জটিলতা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা রয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যে তার চোখেও অপারেশন করা হয়।
 
																			 
										 Reporter Name
																Reporter Name								 















