ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খুমেকের আরও দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

Reporter Name

খুলনা প্রতিনিধিঃ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপকের করোনা সনাক্ত হওয়ার পর আজ রোববার আরও দুই চিকিৎসকের করোনা সনাক্ত হয়েছে।

আক্রান্ত চিকিৎসকরা হলেন, খুমেকের গ্যাস্ট্রোন্ট্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রনজিৎ কুমার ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ওমর খালেদ ফয়সাল।

তারা দুইজনই ১০ এপ্রিল ঢাকা ও নারায়নগঞ্জ থেকে খুলনায় এসে গেষ্ট হাউজে অবস্থান করেন। কিন্তু দুই জনের কেউ করোনা টেষ্ট করাননি। ডাঃ রনজিৎ কুমার নারায়নগঞ্জে নিজের চেম্বারে প্রাকটিস করেন বলে সূত্র জানিয়েছে। সেখান থেকেই তিনি খুলনায় আসেন।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ খুমেকে ৪৪ জন চিকিৎসকসহ ২০১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি পজেটিভ পাওয়া গেছে, দুইজনই খুমেকের চিকিৎসক।

এর আগে গত শনিবার পরীক্ষায় পজেটিভ হন ইউরোলজি বিভাগের চিকিৎসক মাসুদ। তবে ডাঃ মাসুদ গত দেড় মাসেরও বেশী সময় খুলনায় অবস্থান করছেন। তিনিও ওই গেষ্ট হাউজে থাকতেন।

অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য অতিব জরুরী এন৯৫ মাস্ক স্বল্পতা থাকায় অনেক চিকিৎসক এখন সেবা দিতে পিছপা হতে চাইছেন। তারা বলছেন, নাক ও মুখ ঢাকা থাকলে করোনা সহজে কারো শরীরে প্রবেশ করতে পারবে না। কিন্তু সে জন্য প্রয়োজন এন৯৫ মাস্ক। কিন্তু এই মূহুর্তে হাসপাতালে ৭০ থেকে ৮০ টা মাস্ক রয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার বলেন, করোনা টেষ্ট যারা করাচ্ছেন এবং যারা নমুনা সংগ্রহ করছেন তারাই শুধু এন৯৫ মাস্ক পাচ্ছেন। তিনিও মাস্ক স্বল্পতার কথা স্বীকার করেন।

এদিকে তিন জন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় আতংকের মধ্যে রয়েছেন খুমেক ও হাসপাতালের তিন শতাধিক চিকিৎসক নার্স ও কর্মচারী। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অফিস রুম ও শিক্ষক লাউঞ্জসহ বেশ কয়েকটি যায়গা ইতোমধ্যে লকডাউন দেয়া হয়েছে।
উল্লেখ্য, আজ রোববার পর্যন্ত সর্বমোট ৮২৮ টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে ৭ জনের করোনা সনাক্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল এর তিনজন চিকিৎসক রয়েছেন।

About Author Information
আপডেট সময় : ০৯:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
৩৪৩ Time View

খুমেকের আরও দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৯:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০

খুলনা প্রতিনিধিঃ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপকের করোনা সনাক্ত হওয়ার পর আজ রোববার আরও দুই চিকিৎসকের করোনা সনাক্ত হয়েছে।

আক্রান্ত চিকিৎসকরা হলেন, খুমেকের গ্যাস্ট্রোন্ট্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রনজিৎ কুমার ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ওমর খালেদ ফয়সাল।

তারা দুইজনই ১০ এপ্রিল ঢাকা ও নারায়নগঞ্জ থেকে খুলনায় এসে গেষ্ট হাউজে অবস্থান করেন। কিন্তু দুই জনের কেউ করোনা টেষ্ট করাননি। ডাঃ রনজিৎ কুমার নারায়নগঞ্জে নিজের চেম্বারে প্রাকটিস করেন বলে সূত্র জানিয়েছে। সেখান থেকেই তিনি খুলনায় আসেন।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ খুমেকে ৪৪ জন চিকিৎসকসহ ২০১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি পজেটিভ পাওয়া গেছে, দুইজনই খুমেকের চিকিৎসক।

এর আগে গত শনিবার পরীক্ষায় পজেটিভ হন ইউরোলজি বিভাগের চিকিৎসক মাসুদ। তবে ডাঃ মাসুদ গত দেড় মাসেরও বেশী সময় খুলনায় অবস্থান করছেন। তিনিও ওই গেষ্ট হাউজে থাকতেন।

অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য অতিব জরুরী এন৯৫ মাস্ক স্বল্পতা থাকায় অনেক চিকিৎসক এখন সেবা দিতে পিছপা হতে চাইছেন। তারা বলছেন, নাক ও মুখ ঢাকা থাকলে করোনা সহজে কারো শরীরে প্রবেশ করতে পারবে না। কিন্তু সে জন্য প্রয়োজন এন৯৫ মাস্ক। কিন্তু এই মূহুর্তে হাসপাতালে ৭০ থেকে ৮০ টা মাস্ক রয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার বলেন, করোনা টেষ্ট যারা করাচ্ছেন এবং যারা নমুনা সংগ্রহ করছেন তারাই শুধু এন৯৫ মাস্ক পাচ্ছেন। তিনিও মাস্ক স্বল্পতার কথা স্বীকার করেন।

এদিকে তিন জন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় আতংকের মধ্যে রয়েছেন খুমেক ও হাসপাতালের তিন শতাধিক চিকিৎসক নার্স ও কর্মচারী। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অফিস রুম ও শিক্ষক লাউঞ্জসহ বেশ কয়েকটি যায়গা ইতোমধ্যে লকডাউন দেয়া হয়েছে।
উল্লেখ্য, আজ রোববার পর্যন্ত সর্বমোট ৮২৮ টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে ৭ জনের করোনা সনাক্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল এর তিনজন চিকিৎসক রয়েছেন।