ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

খুলনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত সন্ত্রাসী আলীনূর ডাবলু। শনিবার (১৬ নভেম্বর) সোনাডাঙ্গা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি, ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিনে ৫ রাউন্ডসহ মোট ৮ রাউন্ড গুলি ‍উদ্ধার করা হয়।

রবিবার (১৭ নভেম্বর) কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরঘাটের নিজ বাড়িতে তল্লাশী চালিয়ে ২ টি তলোয়ার, ৩ টি গুপ্তি, ১ টি চাইনিজ কুড়াল, ৩ টি হাতুড়ি এবং ০২ টি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ১ টি গুপ্তিতে কাঁচা রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়, ফলে সে সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাবলুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনকরে জড়িত সহযোগী আসামীদেরকে গ্রেপ্তারে এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল আলীনূর ডাবলু এছাড়াও সে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সিডিএমএস পর্যালোচনা করে জানা যায় যে, তার বিরুদ্ধে প্রতারণা, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৮:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
৩০ Time View

অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

 

খুলনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত সন্ত্রাসী আলীনূর ডাবলু। শনিবার (১৬ নভেম্বর) সোনাডাঙ্গা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি, ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিনে ৫ রাউন্ডসহ মোট ৮ রাউন্ড গুলি ‍উদ্ধার করা হয়।

রবিবার (১৭ নভেম্বর) কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরঘাটের নিজ বাড়িতে তল্লাশী চালিয়ে ২ টি তলোয়ার, ৩ টি গুপ্তি, ১ টি চাইনিজ কুড়াল, ৩ টি হাতুড়ি এবং ০২ টি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ১ টি গুপ্তিতে কাঁচা রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়, ফলে সে সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাবলুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনকরে জড়িত সহযোগী আসামীদেরকে গ্রেপ্তারে এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল আলীনূর ডাবলু এছাড়াও সে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সিডিএমএস পর্যালোচনা করে জানা যায় যে, তার বিরুদ্ধে প্রতারণা, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

সবুজদেশ/এসইউ