ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে।

 

দুর্বৃ‌ত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুলনার ফুলতলা উপ‌জেলার সদর ইউনিয়নের সদস্য (মেম্বার) ফারুখ মোল্লা গুরুতর আহত হ‌য়ে‌ছেন। বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দি‌কে উপ‌জেলার বে‌জেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় দৃর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে।

আহত ওই মেম্বারকে উদ্ধার করে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফারুখ ফুলতলা উপ‌জে‌লার পয়গ্রা‌মের জনৈক হাসেন মোল্লার ছেলে।

ফুলতলা থানার ওসি তদন্ত ম‌নিরুজ্জামান বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে স্থানীয়রা খবর জানালে আমরা ঘটনাস্থলে গি‌য়ে তা‌কে আহত অবস্থায় রাস্তার একপা‌শে প‌ড়ে থাক‌তে দে‌খি। প‌রে ফারুখ মোল্লা‌কে এক‌টি ভ্যানে ক‌রে স্থানীয় স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবন‌তি দেখে সেখানকার চি‌কিৎসক তাকে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রে। দুর্বৃত্তরা ধারা‌লো অস্ত্র দি‌য়ে তার দুই পা‌য়ে আঘাত ক‌রে‌ছে। আহত ফারুখ মোল্লা চরমপ‌ন্থি দলের সদস্য। পু‌লিশের তা‌লিকায় তার নাম রয়েছে।

সবুজদেশ/এসইউ

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

Update Time : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

দুর্বৃ‌ত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুলনার ফুলতলা উপ‌জেলার সদর ইউনিয়নের সদস্য (মেম্বার) ফারুখ মোল্লা গুরুতর আহত হ‌য়ে‌ছেন। বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দি‌কে উপ‌জেলার বে‌জেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় দৃর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে।

আহত ওই মেম্বারকে উদ্ধার করে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফারুখ ফুলতলা উপ‌জে‌লার পয়গ্রা‌মের জনৈক হাসেন মোল্লার ছেলে।

ফুলতলা থানার ওসি তদন্ত ম‌নিরুজ্জামান বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে স্থানীয়রা খবর জানালে আমরা ঘটনাস্থলে গি‌য়ে তা‌কে আহত অবস্থায় রাস্তার একপা‌শে প‌ড়ে থাক‌তে দে‌খি। প‌রে ফারুখ মোল্লা‌কে এক‌টি ভ্যানে ক‌রে স্থানীয় স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবন‌তি দেখে সেখানকার চি‌কিৎসক তাকে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রে। দুর্বৃত্তরা ধারা‌লো অস্ত্র দি‌য়ে তার দুই পা‌য়ে আঘাত ক‌রে‌ছে। আহত ফারুখ মোল্লা চরমপ‌ন্থি দলের সদস্য। পু‌লিশের তা‌লিকায় তার নাম রয়েছে।

সবুজদেশ/এসইউ