খুলনার তেরখাদা উপজেলা থেকে ককটেলসদৃশ ৪টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সদর ইউনিয়নের পৃথক স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নতুন বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রউফ ফকিরের বাড়িতে পলিথিনে মোড়ানো তিনটি লাল প্লাস্টিকের পাত্র দেখতে পান বাড়ির লোকজন। সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা। পরে তেরখাদা থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে। পরে বাইপাস রোডের পাশে একটি গাছের নিচে এক পথচারী আরেকটি লাল রঙের পাত্র দেখতে পান। পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে আরো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘‘পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ ৪টি বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।’’
সবুজদেশ/এসএএস
সবুজদেশ ডেস্ক: 


















