ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় গৃহকর্মী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে।

 

খুলনার দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এমদাদ গাজীকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে দিঘলিয়া থানাধীন চন্দনীমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ এমদাদ গাজী দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজারের মুরগীর দোকানদার। রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, ভিকটিম চন্দনীমহল বাজারের একটি বাড়ীতে ভাড়া থাকতেন এবং বাসা-বাড়িতে কাজ করে। যাতায়াতের পথে বিভিন্ন সময়ে এমদাদ ভিকটিমে কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সে বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করতে থাকে। এক বছর আগে স্থানীয় একজন ভ্যান চালকের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের মুরগী কাটার কথা বলে ভিকটিমকে তার মুরগীর দোকানে নিয়ে যায়। এসময় গভীর রাতে ভিকটিমকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ভিকটিমের সাথে ধর্ষণের ঘটনা ঘটায়।

এদিকে গত ফেব্রয়ারি মাসের ৫ তারিখে রাত সাড়ে ১২ টার দিকে গ্রেপ্তারকৃত এমদাদ ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে কাবিন করে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে এবং বিবাহ না করে তাকে ভয়-ভীতি প্রদর্শন করে।

এই ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত মোঃ এমদাদ গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

খুলনায় গৃহকর্মী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

Update Time : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

খুলনার দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এমদাদ গাজীকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে দিঘলিয়া থানাধীন চন্দনীমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ এমদাদ গাজী দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজারের মুরগীর দোকানদার। রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, ভিকটিম চন্দনীমহল বাজারের একটি বাড়ীতে ভাড়া থাকতেন এবং বাসা-বাড়িতে কাজ করে। যাতায়াতের পথে বিভিন্ন সময়ে এমদাদ ভিকটিমে কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সে বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করতে থাকে। এক বছর আগে স্থানীয় একজন ভ্যান চালকের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের মুরগী কাটার কথা বলে ভিকটিমকে তার মুরগীর দোকানে নিয়ে যায়। এসময় গভীর রাতে ভিকটিমকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ভিকটিমের সাথে ধর্ষণের ঘটনা ঘটায়।

এদিকে গত ফেব্রয়ারি মাসের ৫ তারিখে রাত সাড়ে ১২ টার দিকে গ্রেপ্তারকৃত এমদাদ ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে কাবিন করে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে এবং বিবাহ না করে তাকে ভয়-ভীতি প্রদর্শন করে।

এই ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত মোঃ এমদাদ গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সবুজদেশ/এসইউ