ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

খুলনা মহানগরীতে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় হত্যাকাণ্ডের শিকার হওয়া নুর ইসলামের মরদেহ কুয়েট বাইপাস কাঠমুন্ডু এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়িও উদ্ধার করা হয়েছে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিন উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর ইসলাম আড়ংঘাটা থানাধীন ঝাউতলা এলাকার ময়ুর উদ্দিনের ছেলে।

আড়ংঘাটা থানার ওসি মো. তুহিন উজ জামান বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থানীয়রা বাইপাস কুয়েট কাঠমুন্ডু পার হয়ে চিংড়ীখালে এক বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে লাশ পায়। পরে এলাকাবাসী লাশটি শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দড়ি উদ্ধার করে। তবে তার ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়নি।

হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুর্বৃত্তদের আটকে অভিযান শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

Update Time : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

খুলনা মহানগরীতে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় হত্যাকাণ্ডের শিকার হওয়া নুর ইসলামের মরদেহ কুয়েট বাইপাস কাঠমুন্ডু এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়িও উদ্ধার করা হয়েছে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিন উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর ইসলাম আড়ংঘাটা থানাধীন ঝাউতলা এলাকার ময়ুর উদ্দিনের ছেলে।

আড়ংঘাটা থানার ওসি মো. তুহিন উজ জামান বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থানীয়রা বাইপাস কুয়েট কাঠমুন্ডু পার হয়ে চিংড়ীখালে এক বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে লাশ পায়। পরে এলাকাবাসী লাশটি শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দড়ি উদ্ধার করে। তবে তার ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়নি।

হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুর্বৃত্তদের আটকে অভিযান শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ