ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

খুলনা নগরের সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন ওরফে টগর (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় রঙের কাজের ঠিকাদার ছিলেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হামলাকারীরা মনোয়ারের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জামাল হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘রাতে টগর আমাকে বলল, “বাবা, গেটে কেউ এসেছে, দেখে আসো।” আমি দরজা খুলে দেখি তিনজন যুবক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলে তারা বলে, টগর তাদের চেনে। একজন ঘরে ঢুকে টগরের পাশে বসে, আরেকজন দাঁড়িয়ে ছিল। আমি টগরের স্ত্রীকে ডাকতে যাই। এ সময় হঠাৎ টগরের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি, সে মেঝেতে পড়ে আছে। ঘরে যারা ঢুকেছিল, তারা পালিয়ে গেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানালেন, সে আর বেঁচে নেই।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘রাতে তিন যুবক মনোয়ারের ঘরে ঢোকে এবং কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মনোয়ারের পূর্বপরিচিত। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্রে ডাক, যা জানা গেল

খুলনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

Update Time : ০৯:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

 

খুলনা নগরের সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন ওরফে টগর (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় রঙের কাজের ঠিকাদার ছিলেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হামলাকারীরা মনোয়ারের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জামাল হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘রাতে টগর আমাকে বলল, “বাবা, গেটে কেউ এসেছে, দেখে আসো।” আমি দরজা খুলে দেখি তিনজন যুবক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলে তারা বলে, টগর তাদের চেনে। একজন ঘরে ঢুকে টগরের পাশে বসে, আরেকজন দাঁড়িয়ে ছিল। আমি টগরের স্ত্রীকে ডাকতে যাই। এ সময় হঠাৎ টগরের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি, সে মেঝেতে পড়ে আছে। ঘরে যারা ঢুকেছিল, তারা পালিয়ে গেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানালেন, সে আর বেঁচে নেই।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘রাতে তিন যুবক মনোয়ারের ঘরে ঢোকে এবং কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মনোয়ারের পূর্বপরিচিত। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ