ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

খুলনার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাজিব টিকাদার নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকার পরিমল টিকাদারের ছেলে।

খুলনা রেলওয়ে থানার এসআই এমদাদুল হক বলেন, বেলা সাড়ে ১১ টার বেতনা কমিউটর ট্রেনটি বেনাপোল থেকে মোংলার দিকে যাচ্ছিল। এ সময়ে সাচিবুনিয়া বাজার থেকে নিহত রাজিব পায়ে হেটে রাস্তা পার হচ্ছিল। তিনি ট্রেনের ধাক্কায় রাস্তার ওপর পড়ে যান।

তিনি মোহাম্মাদনগর স্টেশন মাষ্টারের বরাত দিয়ে আরও বলেন, নিহতের মাথার বাম পাশে, বাম হাতের কেনুই, বাম হাতের কব্জি আঘাত প্রাপ্ত হয়েছে এবং বাম পায়ের বৃদ্ধ আঙ্গুলসহ ৩ টি আঙ্গুল কেটে পড়ে যায়।

ঘটনাটি দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সুরাতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে এ প্রতিবেদককে আরও জানিয়েছেন তিনি।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

খুলনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Update Time : ০৯:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

খুলনার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাজিব টিকাদার নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকার পরিমল টিকাদারের ছেলে।

খুলনা রেলওয়ে থানার এসআই এমদাদুল হক বলেন, বেলা সাড়ে ১১ টার বেতনা কমিউটর ট্রেনটি বেনাপোল থেকে মোংলার দিকে যাচ্ছিল। এ সময়ে সাচিবুনিয়া বাজার থেকে নিহত রাজিব পায়ে হেটে রাস্তা পার হচ্ছিল। তিনি ট্রেনের ধাক্কায় রাস্তার ওপর পড়ে যান।

তিনি মোহাম্মাদনগর স্টেশন মাষ্টারের বরাত দিয়ে আরও বলেন, নিহতের মাথার বাম পাশে, বাম হাতের কেনুই, বাম হাতের কব্জি আঘাত প্রাপ্ত হয়েছে এবং বাম পায়ের বৃদ্ধ আঙ্গুলসহ ৩ টি আঙ্গুল কেটে পড়ে যায়।

ঘটনাটি দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সুরাতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে এ প্রতিবেদককে আরও জানিয়েছেন তিনি।

সবুজদেশ/এসইউ