ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০১:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে।

 

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবক পলাশের (১৮) মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পলাশ মহানগরীর দোলখোলার মতলবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, দুর্বৃত্তদের হামলায় আহত যুবক পলাশ মারা গেছে। হামলাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। পলাশের মরদেহ আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে রোববার (৬ এপ্রিল) রাতে শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় পলাশকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় পলাশকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা খারাপ হওয়ায় রাতে অপারেশন করা হয়। কিন্তু দুর্বৃত্তদের আঘাতের পরিমাণ এতটা খারাপ ছিল যে তাকে অপারেশন করেও বাঁচানো সম্ভব হয়নি। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

Update Time : ০১:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবক পলাশের (১৮) মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পলাশ মহানগরীর দোলখোলার মতলবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, দুর্বৃত্তদের হামলায় আহত যুবক পলাশ মারা গেছে। হামলাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। পলাশের মরদেহ আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে রোববার (৬ এপ্রিল) রাতে শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় পলাশকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় পলাশকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা খারাপ হওয়ায় রাতে অপারেশন করা হয়। কিন্তু দুর্বৃত্তদের আঘাতের পরিমাণ এতটা খারাপ ছিল যে তাকে অপারেশন করেও বাঁচানো সম্ভব হয়নি। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবুজদেশ/এসইউ