ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে।

 

খুলনা মহানগরীর পশ্চিম রূপসা ট্রাফিক মোড় সংলগ্ন ‘ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রূপসা ইস্পাহানী গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড সিপি) খোন্দকার হোসেন আহমেদ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। তিনি জানান, নার্গিস বেগমের বিরুদ্ধে খুলনা সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে।

নার্গিস বেগম বাগেরহাটের ফকিরহাট থানার দিয়াপাড়া এলাকার লিয়াকত আলীর স্ত্রী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনা ড্যাপস ক্লিনিক থেকে মির্জা সুজনের (২৯) চার দিনের নবজাতক ছেলে শিশু চুরি হয়ে যায়। ওই ঘটনা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে। সন্ধ্যা ৬টার দিকে খুলনা সদর থানা পুলিশ রূপসা ইস্পাহানী গলিতে অভিযান চালিয়ে নার্গিস বেগমকে গ্রেপ্তার করে। তার হেফাজত হতে চুরি হওয়া নবজাতক শিশু উদ্ধার করা হয়। তখন পুলিশ নবজাতক উদ্ধারের তথ্য জানালেও গ্রেপ্তার নারীর বিষয়ে কিছু প্রকাশ করেনি।

নবজাতক ফিরে পেয়ে তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার

Update Time : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

 

খুলনা মহানগরীর পশ্চিম রূপসা ট্রাফিক মোড় সংলগ্ন ‘ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রূপসা ইস্পাহানী গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড সিপি) খোন্দকার হোসেন আহমেদ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। তিনি জানান, নার্গিস বেগমের বিরুদ্ধে খুলনা সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে।

নার্গিস বেগম বাগেরহাটের ফকিরহাট থানার দিয়াপাড়া এলাকার লিয়াকত আলীর স্ত্রী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনা ড্যাপস ক্লিনিক থেকে মির্জা সুজনের (২৯) চার দিনের নবজাতক ছেলে শিশু চুরি হয়ে যায়। ওই ঘটনা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে। সন্ধ্যা ৬টার দিকে খুলনা সদর থানা পুলিশ রূপসা ইস্পাহানী গলিতে অভিযান চালিয়ে নার্গিস বেগমকে গ্রেপ্তার করে। তার হেফাজত হতে চুরি হওয়া নবজাতক শিশু উদ্ধার করা হয়। তখন পুলিশ নবজাতক উদ্ধারের তথ্য জানালেও গ্রেপ্তার নারীর বিষয়ে কিছু প্রকাশ করেনি।

নবজাতক ফিরে পেয়ে তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সবুজদেশ/এসএএস