ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় প্রকাশ্যে অস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১২:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে।

 

খুলনা মহানগরীতে আবারও প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। সেখানে তারা ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ্যে এভাবে সশস্ত্র মহড়া ও গুলি ছোড়ার ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে সন্ত্রাসীদের ধরতে রাতেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খুলনা নগরের সাতরাস্তা মোড়টিতে প্রায় সারা রাতই মানুষের সমাগম থাকে। সেখানে বেশ কয়েকটি দূরপাল্লার পরিবহন কাউন্টার আছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে যায়। সেখানে গিয়ে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। পরে কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কারা ও কেন ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

খুলনায় প্রকাশ্যে অস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

Update Time : ১২:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

খুলনা মহানগরীতে আবারও প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। সেখানে তারা ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ্যে এভাবে সশস্ত্র মহড়া ও গুলি ছোড়ার ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে সন্ত্রাসীদের ধরতে রাতেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খুলনা নগরের সাতরাস্তা মোড়টিতে প্রায় সারা রাতই মানুষের সমাগম থাকে। সেখানে বেশ কয়েকটি দূরপাল্লার পরিবহন কাউন্টার আছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে যায়। সেখানে গিয়ে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। পরে কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কারা ও কেন ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সবুজদেশ/এসইউ