খুলনায় মাদকের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে নগরীর আঞ্জুমান রোড থেকে কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃত আসামি শহিদুল ইসলাম সুমন দৌলতপুর থানার জিয়াবুল হাওলাদারের ছেলে।
শহিদুল ইসলাম ধারা-৩৬(১) ১০ (ক) মাদক এর পরোয়ানাভুক্ত ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সবুজদেশ/এসইউ