ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় যুবককে গুলি করে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১১:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে।

 

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন নামে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদরাসার অদূরে একটি গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত শাহীন দৌলতপুরের কাত্তিককুল এলাকার আব্দুর রশিদের ছেলে।

খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে থাকতেন। রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদরাসার পেছনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাই। সেখানে গিয়ে আমরা শাহীনের মরদেহ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি মাথা ভেদ করে বের বের হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে রাতে বাগমারা ও তার আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

সবুজদেশ/এসইউ

খুলনায় যুবককে গুলি করে হত্যা

Update Time : ১১:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন নামে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদরাসার অদূরে একটি গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত শাহীন দৌলতপুরের কাত্তিককুল এলাকার আব্দুর রশিদের ছেলে।

খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে থাকতেন। রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদরাসার পেছনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাই। সেখানে গিয়ে আমরা শাহীনের মরদেহ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি মাথা ভেদ করে বের বের হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে রাতে বাগমারা ও তার আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

সবুজদেশ/এসইউ