ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় যুব মহিলা লীগ ও মোটর শ্রমিক নেতা গ্রেপ্তার

 

খুলনা মহানগরের ২৫ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদ হোসেন খানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আহসান হাবিব।

গ্রেপ্তার ফৌজিয়া আহম্মেদ খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের আল আমিন মহল্লার কেএম রাশেদ আহম্মেদের স্ত্রী। জাহিদ হোসেন খান (৫০) সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ১৮ নম্বর ওয়ার্ড ছাত্তার বিশ্বাস সড়কের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

পুলিশ জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার নিজ বাসা থেকে ফৌজিয়া আহম্মেদ নুপুরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা রয়েছে।

অপরদিকে, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে মো. জাহিদ হোসেন খানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও খুলনা সদর থানার মামলা রয়েছে। এছাড়া তিনি বিগত সরকারের আমলে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিয়তায় বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

খুলনায় যুব মহিলা লীগ ও মোটর শ্রমিক নেতা গ্রেপ্তার

Update Time : ০৬:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 

খুলনা মহানগরের ২৫ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদ হোসেন খানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আহসান হাবিব।

গ্রেপ্তার ফৌজিয়া আহম্মেদ খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের আল আমিন মহল্লার কেএম রাশেদ আহম্মেদের স্ত্রী। জাহিদ হোসেন খান (৫০) সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ১৮ নম্বর ওয়ার্ড ছাত্তার বিশ্বাস সড়কের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

পুলিশ জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার নিজ বাসা থেকে ফৌজিয়া আহম্মেদ নুপুরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা রয়েছে।

অপরদিকে, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে মো. জাহিদ হোসেন খানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও খুলনা সদর থানার মামলা রয়েছে। এছাড়া তিনি বিগত সরকারের আমলে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিয়তায় বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।

সবুজদেশ/এসইউ