খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করেন। তারা মানিককে লক্ষ্য করে পরপর দুইটি গুলি ছোড়েন। একটি গুলি মানিকের মাথায় লাগে। তিনি ঘটনাস্থলেই মারা যান।”
তিনি বলেন, “গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে গিয়ে মানিকের মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি খালি গুলির খোসা উদ্ধার করেছে। সুরাতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
সবুজদেশ/এসএএস