খুলনায় ১১ কেজি গাঁজাসহ আটক দুই
খুলনার রূপসায় খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৯ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা জেলার কাজল(২৯) ও মাদারীপুর জেলার আবুল হোসেন (৪২) কে আটক করা হয়।
বিসিজি স্টেশন রূপসার কনটিজেন্ট কমান্ডার মোঃ মোশারফ হোসেন জানান, মাদক বিক্রেতারা ঢাকা থেকে সাতক্ষীরার গাড়িতে করে মাদকসহ খুলনায় পৌঁছায়। এমন সময় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সংশ্লিষ্ট গাজায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সবুজদেশ/এসইউ