ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ৭ মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে।

 

খুলনা মহানগরীর বাস্তুহারা এলাকায় মাদক কারবারি, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগে খালিশপুর থানার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন (কেএমপি) গোয়েন্দা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিবি পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে বাস্তুহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম বলেন, ‘‘বাস্তুহারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে।’’

গোলাম মোস্তফার বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে খালিশপুর থানায় সাতটি মামলা রয়েছে বলেও জানান তিনি। তবে এ সব মামলায় তিনি জামিনে আছেন।

কেএমপি ডিবি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাস্তুহারা এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ রাকিবুল হাসানের আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সবুজদেশ/এসএএস

Tag :

খুলনায় ৭ মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

Update Time : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

 

খুলনা মহানগরীর বাস্তুহারা এলাকায় মাদক কারবারি, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগে খালিশপুর থানার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন (কেএমপি) গোয়েন্দা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিবি পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে বাস্তুহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম বলেন, ‘‘বাস্তুহারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে।’’

গোলাম মোস্তফার বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে খালিশপুর থানায় সাতটি মামলা রয়েছে বলেও জানান তিনি। তবে এ সব মামলায় তিনি জামিনে আছেন।

কেএমপি ডিবি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাস্তুহারা এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ রাকিবুল হাসানের আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সবুজদেশ/এসএএস