খুলনার ভৈরব নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
খুলনাঃ
খুলনার ভৈরব নদীতে ভেসে এসেছে অজ্ঞাত নারীর (২৮) মৃতদেহ। বুধবার (০৭ এপ্রিল) উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি পুলিশ ক্যাম্পের দক্ষিণ পাশের শাবুতলা ঘাট সংলগ্ন ভৈরব নদী থেকে অজ্ঞাত ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিপন কুমার সরকার বলেন, বুধবার সকাল সাড়ে ৯টায় দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের সেনহাটি (বারইপাড়া) গ্রামস্থ শাবুতলা ঘাট সংলগ্ন ভৈরব নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। পরবতীতে পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে লাশটি উদ্ধার করে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটির ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া ওই মৃত দেহের পড়নে কালো বোরকা ও লাল কালো রংয়ের জামা, লাল রংয়ের পাজামা এবং বেগুনী রংয়ের ওড়না ছিল।