ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার ৩৬ আসনের মনোনয়ন প্রত্যাশীকে ঢাকায় ডেকেছে বিএনপি

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০১:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

জানা গেছে, ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামীকাল সোমবার বিকেলে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবাইকে ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার রাত থেকে খুলনা বিভাগের ১০ জেলার নেতাকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়। নবীন-প্রবীণ সব মনোনয়নপ্রত্যাশী সভায় আমন্ত্রণ পেয়েছেন। নেতাদের অনেকেই ঢাকায় রওনা দিয়েছেন। বাকিদের কয়েকজন আজ রোববার রাতে ঢাকায় যাবেন।

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত গণমাধ্যমকে জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ রোববার চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। সোমবার খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে নেতাদের ‍গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তারেক রহমান।

সবুজদেশ/এসএএস

Tag :

বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকের মৃত্যু

খুলনার ৩৬ আসনের মনোনয়ন প্রত্যাশীকে ঢাকায় ডেকেছে বিএনপি

Update Time : ০১:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

জানা গেছে, ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামীকাল সোমবার বিকেলে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবাইকে ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার রাত থেকে খুলনা বিভাগের ১০ জেলার নেতাকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়। নবীন-প্রবীণ সব মনোনয়নপ্রত্যাশী সভায় আমন্ত্রণ পেয়েছেন। নেতাদের অনেকেই ঢাকায় রওনা দিয়েছেন। বাকিদের কয়েকজন আজ রোববার রাতে ঢাকায় যাবেন।

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত গণমাধ্যমকে জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ রোববার চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। সোমবার খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে নেতাদের ‍গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তারেক রহমান।

সবুজদেশ/এসএএস