খুলনার ৬ জেলায় আরও ২৪ জন করোনায় আক্রান্ত
খুলনাঃ
খুলনা মেডিকেল কলেজের ল্যাবে আরও ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা জেলার ছয়জন রয়েছেন। পাশাপাশি বাগেরহাটের দুইজন, ঝিনাইদহের পাঁচজন, যশোরের দুইজন, নড়াইলের চারজন ও মাগুরার পাঁচজন রয়েছেন।
রোববার (৩১ মে) তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি বলেন, রোববার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনার নমুনা ছিল ৩৪টি। এদের মধ্যে মোট ২৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
ডা. মেহেদী নেওয়াজ আরও বলেন, খুলনায় আক্রান্তদের মধ্যে পাঁচজনই মহানগরীর বাসিন্দা। এদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য। তারা মহানগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা। এরা সম্পর্কে স্বামী (৪৫) স্ত্রী (৩২) ও তাদের ছেলে (১১)। অপর তিনজন নগরীর জোড়াগেট এলাকার (২৫), লবণচরা এলাকার (৪৮) ও দাকোপ উপজেলার চুনকুড়ি এলাকার বাসিন্দা (২৩)।
এছাড়া খুমেকের ল্যাবে বাগেরহাটের ফকিরহাটের দুইজন, ঝিনাইদহের পাঁচজন, যশোরের দুইজন, নড়াইলের চারজন ও মাগুরার পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।