খুলনাঃ

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচিটি  শুরু করেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।

বুধবার (০৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে বিকেল ৬টা পর্যন্ত। এই ১০ ঘণ্টা খুলনা মহানগরীর খালিশপুরের তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।

ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, গত ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়। পরবর্তীতে ওই মামলার চার্জশিটে দুইজন ট্যাংক-লরি শ্রমিককে আসামী করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে তারা কর্মবিরতি করছেন।

এই কর্মবিরতিসহ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জ্বালানি তেল ব্যবসার সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের চারটি সংগঠন।

এদিকে, পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here