খুলনায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনাঃ
খুলনার পাইকগাছা আলমতলা এলাকায় নির্মাণাধীন কৃষি কলেজের কাছে একটি নিমগাছের ডালে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী লাশের পরিচয় জানতে পারেনি।
শনিবার রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে বলে পুলিশ ও স্থানীয় লোকেরা প্রাথমিকভাবে ধারণা করছে।
মৃত যুবকের শরীরে কাদা-মাটি ছিল। তার গায়ে জামা ছিল না। এক পায়ে মোজা থাকলেও অন্যটি ৫-৬শ’ গজ দূর থেকে পুলিশ উদ্ধার করে তা আলামত হিসেবে নিজেদের কাছে নিয়েছে।
সকাল সাড়ে দশটার দিকে সিআইডি পুলিশ ঘটনাস্থলে এসে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মর্গে পাঠিয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে
থানার ইনসপেক্টর (তদন্ত) মোল্লা খালিদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, মেডিকেল রিপোর্ট আসার পরে জানা যাবে।
সবুজদেশ/এস ইউ