খুলনাঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা নদীতে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বটিয়াঘাটা উপজেলার স্থানীয় এক মেম্বর বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে স্থানীয় এক নারী নদীতে মাছ ধরতে গিয়ে কচুরীপনার মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন এসে মরদেহটি নদীর তীরে তুলে নিয়ে আসে। পরে বটিয়াঘাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরাতহাল রির্পোট করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো: শাহাজালাল বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌছান। শরীরে কোন আঘাতে চিহ্ন নেই। তবে লাশটি দেখে মনে হয় তিন দিন আগের। মৃতের পরনে খাকি গ্যাবাডিনের প্যান্ট ও নীল রংয়ের একটি টি শার্ট পরা ছিল। সকালে স্থানীয় একজন মেম্বর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যা পর্যন্ত লাশের কোন পরিচয় শনাক্ত করা যায়নি।
Reporter Name 











