খুলনায় আইসোলেশনে শিশুসহ দুইজনের মৃত্যু
খুলনা প্রতিনিধিঃ
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মিতু (১০) নামের এক শিশুর শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। তার বাড়ী খুলনার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান ও করোনা ইউনিটের মূখপাত্র ডা. শৈলেন্দ্রণাথ বিশ্বাস বলেন, ‘রূপসার কাজদিয়া এলাকার মিতু নামের একটি শিশু শ্বাসকষ্ট নিয়ে আজ ভোরে করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। দুপুরে সে মারা গেছে। সে শ্বাসকষ্টের রোগী ছিলো। তারপরও করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।’
এর আগে সকাল সাড়ে ১০টায় খুমেক হাসপাতালের হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আসাদুজ্জামান (২৪) নামের এক এ্যাজমা রোগী’র শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে।