খুলনাঃ

খুলনায় করোনা হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে পূর্ববর্তী ৯ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। তারা হলেন পিরোজপুর সদরের ডুমুর তলা গ্রামের রতিন্দ্র নাথ সাহার ছেলে অতুল কৃষ্ণ সাহা (৬৫) এবং খুলনা মহানগরীর মুজগুন্নীর আতাউল হকের ছেলে কাজী মোয়াজ্জেম হোসেন (৭৯)।

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের (ডায়াবেটিস হাসপাতাল) চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পিরোজপুরের অতুল ২৮ নভেম্বর করোনা পজিটিভ হিসেবে করোনা হাসপাতালে ভর্তি হন। এখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর দিনগত রাত সোয়া ১২টায় মারা যান তিনি। আর মুজগুন্নীর মোয়াজ্জেম ২৮ নভেম্বর করোনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ নভেম্বর সকাল ৯টা ২০মিনিটের দিকে মারা যান তিনি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, গত ১০ মার্চ করোনার শুরু থেকে ২৯ নভেম্বর সকাল পর্যন্ত খুলনা জেলায় মৃত্যুবরণ করেছেন ১০৯ জন। আর খুলনা বিভাগে মারা গেছেন ৪২৪ জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here