খুলনায় করোনায় মৃতদের জানাজা দাফনে প্রস্তুত ১৫ জন আলেম
খুলনাঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার জানাজা ও দাফন ইসলামী নিয়মে সম্পন্ন করতে এগিয়ে এসেছেন খুলনার ১৫ জন আলেম।
মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন বাস্তবায়নের জন্য ১৫ সদস্যের কমিটি গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কওমী ওলামায়ে কেরাম।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে মহানগরীর ছোট বয়রাস্থ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসায় কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান পরিচালক করা হয়েছে খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আমানুল্লাহককে। সহকারী পরিচালক তিনজন হলেন- মুফতি মাহবুবুর রহমান, শেখ মো. নাসির উদ্দিন ও শেখ হাসান ওবায়দুল করীম। গ্রুপ প্রধান মনোনীত হয়েছেন মাওলানা কারামত আলী।
এছাড়া সদস্য মনোনীত হয়েছেন- মাওলানা হাফিজুর রহমান, মুফতি আমিরুল ইসলাম, মুফতি আওসাফুর রহমান, মাওলানা মশিউর রহমান, মাওলানা আব্বাস আমীন, সোয়েবুর রহমান, মুহাম্মদ মিজানুর রহমান, হাফেজ হাসান, গাজী ফেরদাউস সুমন ও মুহাম্মদ সোহেল।
এ বিষয়ে গঠিত কমিটির সহকারী পরিচালক শেখ মো. নাসির উদ্দিন বলেন, খুলনা মহানগর ইসলামী আন্দোলন ও কওমী ওলামায়ে কেরামের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। করোনা ভাইরাসে খুলনায় কেউ মারা গেলে তার গোসল, কাফন, জানাজা ও দাফনের সার্বিক ব্যবস্থা করবে। করোনা আক্রান্ত কোনো রোগী মারা গেলে তাদের জানাজা-দাফনের প্রয়োজন হলে কমিটির প্রধান পরিচালক মুফতি আব্দুল্লার মোবাইল নম্বরে (০১৭১২৮৬৪০৭৭) কল করলে সেখানে পৌঁছে যাবে কমিটির সদস্যরা।
সম্প্রতি খুলনায় ১৫ সদস্যের আরও একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। আলেম-উলামাদের সমন্বয়ে গঠিত এ টিমের নাম দেওয়া হয়েছে ‘দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদ’। করোনায় মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফনের জন্য যে কোন মুহূর্তে খবর পেলেই তারা ছুটে যেতে সদা প্রস্তুত রয়েছেন।
টিমের সদস্যরা হলেন- মাওলানা শফিকুল ইসলাম, মুফতী মাসুদুল হাসান, হাজী মাওলানা ইব্রাহীম, হাফেজ মো. ওয়াহিদুজ্জামান, মুফতী মো. ফয়জুল করীম, মাওলানা ইব্রাহীম খলীল, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা ইলিয়াস হোসাইন, হাফেজ মনিরুজ্জামান, মাওলানা শরীফুল ইসলাম, মো. আব্দুস সোবহান খান, মৌলভী আব্দুল হাই, মো. ওয়াক্কাস আলী, মুফতী দেলোয়ার হোসেন ও মো. জাহিদুল ইসলাম।
দাফন-কাফন টিমের সমন্বয়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামান এর মোবাইল নম্বর ০১৯১৩৪০৩১৭৬।