খুলনায় করোনা ভাইরাসে প্রথম মৃত্যু, ২০টি বাড়ি লকডাউন
খুলনা প্রতিনিধিঃ
খুলনায় উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তিনি খুলনার প্রথম করোনা আক্রান্তে মৃত ব্যক্তি। তার করোনা সনাক্ত হবার পর তার বাড়ির আশপাশের ২০ বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটে তিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। মৃত নুর আলম খানের দুটি ছেলে রয়েছে।
করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি খুলনা জেলার রূপসা থানাধীন রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি সিমেন্স মোবাইল কোম্পানিতে চাকরি করতেন। বিভিন্ন দোকানে ওই কোম্পানির মোবাইল সরবরাহ করার দায়িত্ব ছিল তার। তিনি ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে মৃতের স্বজনরা জানান।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ সবুজদেশ নিউজকে বলেন, আজ খুমেকের পিসিআর মেশিনে ১৯১ টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে একজনের শরীরে করোনা পাওয়া গেছে। শনাক্ত হওয়া ওই ব্যক্তি আজ সকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান সবুজদেশ নিউজকে জানান, সকাল পৌনে ৯টার দিকে একজনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার সবুজদেশ নিউজকে বলেন, রূপসার মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ির পার্শ্ববর্তী ২০ টি বাড়ী লকডাউন করা হয়েছে। এছাড়াও তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের খোঁজ নেওয়া হচ্ছে। তাদেরকেও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে।