খুলনায় চাঞ্চল্যকর স্বর্ণচুরি মামলা তদন্তে পুলিশের তালবাহানার অভিযোগ
খুলনা প্রতিনিধিঃ
খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী কালীবাড়ির কুয়েত প্রবাসীর বাড়িতে জানালার গ্রীল কেটে ৩০ ভরি সোনার গহনাসহ নগদ দেড় লক্ষ টাকা চুরির মামলাটি হিমাগারে পাঠানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাদী ও তার পরিবার।
মামলাটি দুইমাস অতিবাহিত হলেও করোনার দোহায় দিয়ে চাঞ্চল্যকর এই মামলাটি নিয়ে পুলিশের তালবাহানায় মামলার বাদী উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে চুরির ঘটনায় থানায় মামলা করতে গেলে মামলা গ্রহনেও পুলিশ তালবাহানা করে। গত ১২ মার্চ রাতে চুরির ঘটনা ঘটলেও ১৪ মার্চ রাতে পুলিশ মামলা গ্রহন করে।
কুয়েত প্রবাসী আরমান শেখের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে মামলা করার পর গত ১৮ মার্চ বাদীর বাড়ির সামনে থেকে সন্দেহ ভাজন দুই যুবককে মামলার আইও এস আই মনোজ আটক করে চুরি মামলায় রিমান্ড চেয়ে জেল-হাজতে পাঠায়। তারপর থেকে এস আই মনোজ আর আদালতের স্মরনাপন্ন হয়নি। এরপর গত ১১ এপ্রিল উপজেলার আনন্দনগর গ্রাম থেকে সাব্বির হাসান দিপু নামের এক যুবককে মুরগী চুরির অভিযোগে আটক পূর্বক স্বর্ণচুরি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
এদিকে মামলার বাদীপক্ষ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা জানান, উপরের নির্দেশ না পেলে তারা আসামী আটক করতে পারবে না। এই ঘটনার পর থেকে বাদী পক্ষ হতাশায় ভুগছেন। তারা মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য অবিলম্বে পি বি আইর কাছে স্থানান্তর করার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করবেন।