খুলনায় ‘জিনের বাদশা’ আটক
খুলনাঃ
মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে আটক করেছে খুলনা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) খুলনার পাইকগাছার গোলাবাড়ী এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত নাম আব্দুল্লাহ আল মামুন (৩০)। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার নাকসা গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
খুলনা সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, কথিত জিনের বাদশা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন যাবত কখনো জিনের বাদশা, কখনো ফরেস্ট অফিসার, কখনো ভাইস চেয়ারম্যান সেজে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
তিনি আরও জানান, এক ভুক্তভোগীর কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গত বছরের জুন মাসে খুলনার দিঘলিয়া থানায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জিনের বাদশা (৩০) নামে মামলা হয়। ওই মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করার পর প্রতারক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার প্রতারণার কথা স্বীকার করেছে।