খুলনাঃ
খুলনার ফুলতলায় ট্রেনে কাটা পড়ে হাবিবুর রহমান (৪২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তিনি নড়াইলের আগদিয়া বিছালী গ্রামের মৃতঃ মকবুল সরদারের পুত্র।
এলাকাবাসী জানায়, হাবিবুর রহমান নির্মানাধীন ফুলতলা রেলেওয়ে জংশনে দীর্ঘদিন ধরে ওয়াগন থেকে পাথর নামানোর শ্রমিকের কাজে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পাশ্ববর্তী বিএম কলেজের সামনে যশোরগামী রেল ইঞ্জিনের চাকায় কেটে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। শুক্রবার জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।