খুলনায় নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
খুলনাঃ
একদিকে নতুন বছরের আনন্দ, আর অন্যদিকে নতুন বই হাতে পাওয়া। দুই আনন্দ এক সাথে হয়ে আনন্দে আত্নহারা হয়ে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেছে খুলনার শিক্ষার্থীরা।
আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা জিলা স্কুল মাঠে বিভাগীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়। পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চল এ উৎসবের আয়োজন করে। বছরের প্রথম দিনে খুলনায় প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৪ কোটি ৬১ লাখ ৭ হাজার ৫৪০ বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
সকাল থেকেই ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরা সীমাহীন আনন্দ নিয়ে উল্লাস করতে করতে বুকের সাথে নতুন বই নিয়ে ছোটাছুটি করছে। ছোট্ট শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে আনন্দে মেতেছে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও। নতুন বই বিতরণকে কেন্দ্র করে খুলনার বিভিন্ন স্কুলগুলোতে শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চল অফিস সূত্র থেকে জানা যায়, খুলনা মেট্রোসহ জেলার নয় উপজেলার মাধ্যমিক, দাখিল, প্রাথমিক ও ইবতেদায়ী স্তরের শিক্ষার্থীদের হাতে এবার ৪ কোটি ৬১ লাখ ৭ হাজার ৫৪০ বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সবাই চায় বই উৎসবের এ ধারাবাহিকতা বজায় থাকুক।