খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন
খুলনা প্রতিনিধিঃ
খুলনায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী (৬২) শনাক্ত হয়েছে। গত ৪ এপ্রিলে তিনি ঢাকা থেকে নিজের বাড়ি খুলনা মহানগরের ছোট বয়রার করিমনগরে এসেছেন।
পরীক্ষা শেষে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তার রক্তে করোনা পজেটিভ ধরা পড়ে। এটিই খুলনার প্রথম করোনা রোগী শনাক্ত। আক্রান্ত ব্যক্তি বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তার বাড়ীটি লকডাউন করা হয়েছে।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, তিনি চার মাস আগে তাবলীগ জামায়াতে অংশ নেওয়ার জন্য খুলনা মহানগর থেকে প্রথমে কয়রা উপজেলায় যান। সেখান থেকে নরসিংদিতে যান। তারপর সেখান থেকে ঢাকায় যান। ঢাকায় তিনি ১০ দিন অবস্থান করেন। এরপর গত ৪ এপ্রিল খুলনায় আসেন। তখন থেকেই তিনি বাড়ীতে অবস্থান করছিলেন।
তিনি আরো জানান, গত ১৩ যাবৎ তার হালকা খুসখুসে কাসি শুরু হয়। তবে তিনি অসুস্থ নয়। তিনি বেশ সচেতন। কাশি থাকার কারনে তিনি খুলনা মেডিকেল কলেজে এসে করোনা টেস্ট করান। টেষ্টে তিনি করোনা শনাক্ত হন। যেহেতু সে অসুস্থ নয় তাই বাড়িতে তার চিকিৎসা করা হচ্ছে। হাসপাতালে আনা হয়নি। তার বাড়িটি লকডাউন করা হয়েছে।