খুলনাঃ
খুলনার ডুমুরিয়ার চুকনগরে নতুন ঘরে থাকা হলো না গৃহবধু মেরী বেগমের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু তার জীবন প্রদীপ কেড়ে নিলো। শুক্রবার দুপুর ৩টার দিকে চুকনগর গঞ্জের বাজারে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, চুকনগর (গঞ্জের বাজার) গ্রামের হাবিবুর রহমান সরদারের স্ত্রী দুই সন্তানের জননী মেরী বেগম (২৭) নতুন ঘর গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
নিহতের স্বামী হাবিবুর রহমান জানায়, নতুন ঘরে ওঠার জন্য দোয়া মাহফিল শেষে ঘরের ভিতরে ফ্রিজে সংযোগ দেয়া তারে অসাবধানতা বশতঃ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়।