খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
খুলনাঃ
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার ইয়াবাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কেএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর খালিশপুর থানাধীন রোজ গার্ডেন নামক স্থান থেকে ৮০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। নগরীর খালিশপুরের মেগার মোড় এলাকার মৃত. ইদ্রিস আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন। ইতিপূর্বে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে। একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী।
ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় খালিশপুর থানায় অপর একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
সবুজদেশ/ এস ইউ