খুলনায় শিশুসহ নতুন ১০ জনের করোনা শনাক্ত
খুলনা প্রতিনিধিঃ
খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ রোববার (২৪ মে) পিসিআর মেশিনে ১৮৮ টি নমুনা টেস্ট হয়েছে। খুলনার নমুনা ছিলো ৬৩টি, বাকীগুলো অন্যজেলার নমুনা।
খুুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে আজ রোববার ১৮৮ টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে ১০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে খুলনার ৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়, বাকীগুলো অন্যজেলার নমুনা। আক্রান্তদের মধ্যে ৫ জন খুলনার, ৪ জন বাগেরহাটের ফকিহাট ও ১ জন যশোর মণিরামপুরের।
তিনি আরো বলেন, খুলনায় ৫ জনের মধ্যে ৪ জন দিঘলিয়ার ও ১ জন রূপসার বাগমারা এলাকার। দিঘলিয়ার ৪ জন হলেন, সেনহাটি এলাকার ১৩ বছরের শিশু শাওন, ৯ বছরের শিশু তমা, ৩০ বছরের নারী সোনিয়া ও ফারমায়েশখানার নারী শাহীদা বেগম ৪০। এছাড়া রূপসার বাগমারা এলাকার ৩১ বছরের যুবক তানভীর আলম।
উল্লেখ্য, খুলনা বিভাগের ১০ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪২১ জন। এরমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য দিয়ে জানানো হয়েছে, বাকিরা হোম আইসোলেশন চিকিৎসাধীন আছেন।