ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৭

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • ২৫৬ Time View

খুলনাঃ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ১১৭ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার শুক্রবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে বিভাগের ১০ জেলায় করোনায় এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৭৪৬ জন। মারা গেছেন ৬২৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩১ হাজার ১৪৭ জন। সুস্থতার হার ৯২ শতাংশের কিছু বেশি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ১৯ থেকে ২৮ মে ১০ দিনে খুলনা বিভাগে এক হাজার ৩১২ জন করোনা পজিটিভি হয়েছেন। এ ১০ দিনে মারা গেছেন ৩১ জন। এর আগের ১০ দিনে (৯-১৮ মে) বিভাগে ৬২৯ জনের করোনা শনাক্ত হয় এবং মারা যান ৯ জন।

শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ৪৯ জন রয়েছেন। তাদের মধ্যে মহানগরীতে রয়েছেন ৩৫ জন।

এ ছাড়া বাগেরহাটে ১১, যশোরে ৪৩, ঝিনাইদহে ৩, কুষ্টিয়ায় ১০ এবং নড়াইলে একজনর করোনা পজিটিভ হয়েছেন। এ সময় সাতক্ষীরা, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কারও করোনা শনাক্ত হয়নি।

বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বাড়ি আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯৭১ জন। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন। যার মধ্যে সাতজন আইসিইউতে রয়েছেন।

শেষ ২৪ ঘণ্টায় বাগেরহাটে তিন এবং যশোর ও মেহেরপুরে একজন করে করোনায় আক্রান্ত ব্যক্তি মারা গেছেন।

Tag :