খুলনা ল্যাবে একদিনে রেকর্ড ৮০ নমুনা পজেটিভ
খুলনাঃ
খুলনা মেডিকেল কলেজে (খুমেক) ল্যাবে আজ শনিবার ৮০টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়; যা এই ল্যাবে একদিনে শনাক্তের রেকর্ড।
পজেটিভ হওয়া নমুনাগুলোর মধ্যে খুলনারই রয়েছে ৪৫টি। এটিও খুলনা জেলা ও মহানগরীর সর্বাধিক করোনা শনাক্ত।
এছাড়া এদিন যশোরের ১৩টি, ঝিনাইদহের নয়টি, বাগেরহাটের সাতটি, সাতক্ষীরার চারটি এবং মাগুরা দুটি নমুনা পজেটিভ রেজাল্ট দেয়।
শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনা মেডিকেল কলেজের ল্যাবে আজকে সর্বাধিক ২৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১২৪ টি।
তিনি জানান, ২৮৪টি নমুনার মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ৮০টির। পজেটিভ হওয়া নমুনাগুলোর মধ্যে খুলনারই আছে ৪৫টি। এছাড়া বাগেরহাটের সাতটি, সাতক্ষীরার চারটি, যশোরের আছে ১৩টি , ঝিনাইদহের নয়টি, মাগুরার দুটি নমুনা পজেটিভ রিপোর্ট আসে।
এর আগে শুক্রবার (১২ জুন) খুমেক ল্যাবে সর্বোচ্চ ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছিল; যা ছিল এই ল্যাবে শনাক্তের আগেকার রেকর্ড। সেদিন খুলনায় ৪০ জনের করোনা পজেটিভ এসেছিল; যা খুলনায় একদিনে শনাক্তের রেকর্ড ছিলও ছিল। শনিবার সে রেকর্ডও ভেঙে গেল।
খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হন গত ১৩ এপ্রিল মহানগরের করিমনগর এলাকার এক বৃদ্ধের। আর করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান গত ২১ এপ্রিল রূপসা উপজেলার রাজাপুর গ্রামের এক ব্যক্তি।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, খুলনায় প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তবুও মানুষের মাঝে পর্যাপ্ত সচেতনতা দেখা যাচ্ছে না। অকারণে অনেকে বাইরে ঘোরাঘুরি করছেন। আর বাইরে ঘোরাঘুরির কারণে করোনায় আক্রান্ত হচ্ছেন। নারীদের তুলনাই পুরুষদের বেশি আক্রান্ত হওয়ার মূল কারণ হলো বাইরে ঘোরাঘুরি করা।