খোকার মহদেহ বৃহস্পতিবার ঢাকায় আনা হবে
ঢাকাঃ
বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতি ঢাকায় আনা হবে।
আগামী বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ত্র্যামিরাত এয়ার লাইন্সের ফ্লাইটে ঢাকা পৌঁছাবে বলে সোমবার রাত জানান বিএনপি চেয়ারপাসরনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সাদেক হোসেন খোকা বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। ২০১৪ সালের ১৪ মে থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন এ বীর মুক্তিযোদ্ধা।