যশোর প্রতিনিধিঃ

যশোরে খোদ পুলিশের কাছেই দুই যুবক দারোগা পরিচয় দিয়ে প্রতারণাকালে আটক হয়েছে। এর মধ্যে সাকিল নামে একজন মাদক মামলায় হাজিরা দিতে যশোর আদালতে আসছিল। (১৬ মার্চ) সোমবার দুপুরে যশোরের চাঁচড়া এলাকায় এঘটনা ঘটে।

আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাকিল হোসেন এবং সদর উপজেলার ভগবতিতলা গ্রামের মোন্তাজ হোসেনের ছেলে শামিম হোসেন।

কোতোয়ালি মডেল থানার এসআই অনুপম কুমার রায় জানান, সোমবার দুপুরে যশোরের চাঁচড়া এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাইবাছাই ডিউটি করছিলেন। এসময় একটি মোটরসাইকেলে দুইজন লোক আসে। তাদের দাঁড় করিয়ে কাগজপত্র দেখতে চাইলে শামিম নামের একজন নিজেকে দারোগা পরিচয় দেন।

এছাড়া বলেন, তিনি যশোর আদালতে স্বাক্ষী দেয়ার জন্য যাচ্ছিলেন। এসময় তার পরিচয়পত্র দেখতে চাইলে পুরনো একটি পুলিশের দারোগার পোষাক পরিহিত একটি আইডি কার্ড দেখান। কিন্তু কার্ডটি দেখে আরো বেশি সন্দেহ হয়। তখন তাদের দুইজনকেই হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে ওই আইডি কার্ড যাচাই করে জানা গেল তা ভুয়া।

এব্যাপারে কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here