ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদ ছাড়লেন ঝিনাইদহের প্রচার সম্পাদক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০১:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে।

 

গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক আকিব জাভেদ বাবু দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দল ছাড়ার ঘোষণা দেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আকিব জাভেদ বাবু লেখেন, ‘আমি গণঅধিকার পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক পদ থেকে সম্পূর্ণ খুশি মেজাজে পদত্যাগ করলাম। আমি একমাত্র আল্লাহর সৈনিক।

ফেসবুক পোস্টের বিষয়ে আকিব জাভেদ বাবু বলেন, এই রাজনীতিটা আমার ভালো লাগছে না। এ জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। সবাই হয়তো মনে করছে, আমি গণঅধিকার পরিষদকে খাটো করে দেখছি। আসলে এমন কোনো বিষয় না। আমি ৫ আগস্টের পর থেকে রাজনীতি থেকে অনেকটাই বিরত আছি। বর্তমানে আমার রাজনীতি করতে ভালো লাগছে না, তাই পদত্যাগ করছি।

আকিব জাভেদ বাবু আরও বলেন, আমার মনে হয়েছে, এই দল না করা উচিত। সবাই মনে করে, রাজনৈতিক দলের যে নেতা-কর্মীরা আছে তাদের সবাই আদর্শ হিসেবেই মানে। কিন্তু যারা আছে, তারা কখনো আমার আদর্শ হতে পারে না। আমি দেখছি, এই মানুষগুলোর সঙ্গে আমার অনেকটাই অমিল। এদের আমি আদর্শ হিসেবে নিই না।

আকিব জাভেদ বাবু বলেন, আমি যাদের সঙ্গে মিশি বা দল করি, তাদের যদি আমার ভালো না লাগে বা আমার আদর্শের জায়গা থেকে না মেলে, তাহলে তো আমার সেটা ভালো লাগার কথা না। এটাই আসলে মূল বিষয়। তবে আমাকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। আমার ফেসবুক পোস্টে হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারেন। আমি আমার ইমানের জায়গা থেকে চেষ্টা করছি দল থেকে দূরে থাকার।

অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন না জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের দলের যে গ্রুপ আছে, সেখানে আমি লিখিতভাবে আমার পদত্যাগ করার বিষয়টি জানিয়ে দিয়েছি।

সবুজদেশ/এসইউ

গণঅধিকার পরিষদ ছাড়লেন ঝিনাইদহের প্রচার সম্পাদক

Update Time : ০১:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক আকিব জাভেদ বাবু দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দল ছাড়ার ঘোষণা দেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আকিব জাভেদ বাবু লেখেন, ‘আমি গণঅধিকার পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক পদ থেকে সম্পূর্ণ খুশি মেজাজে পদত্যাগ করলাম। আমি একমাত্র আল্লাহর সৈনিক।

ফেসবুক পোস্টের বিষয়ে আকিব জাভেদ বাবু বলেন, এই রাজনীতিটা আমার ভালো লাগছে না। এ জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। সবাই হয়তো মনে করছে, আমি গণঅধিকার পরিষদকে খাটো করে দেখছি। আসলে এমন কোনো বিষয় না। আমি ৫ আগস্টের পর থেকে রাজনীতি থেকে অনেকটাই বিরত আছি। বর্তমানে আমার রাজনীতি করতে ভালো লাগছে না, তাই পদত্যাগ করছি।

আকিব জাভেদ বাবু আরও বলেন, আমার মনে হয়েছে, এই দল না করা উচিত। সবাই মনে করে, রাজনৈতিক দলের যে নেতা-কর্মীরা আছে তাদের সবাই আদর্শ হিসেবেই মানে। কিন্তু যারা আছে, তারা কখনো আমার আদর্শ হতে পারে না। আমি দেখছি, এই মানুষগুলোর সঙ্গে আমার অনেকটাই অমিল। এদের আমি আদর্শ হিসেবে নিই না।

আকিব জাভেদ বাবু বলেন, আমি যাদের সঙ্গে মিশি বা দল করি, তাদের যদি আমার ভালো না লাগে বা আমার আদর্শের জায়গা থেকে না মেলে, তাহলে তো আমার সেটা ভালো লাগার কথা না। এটাই আসলে মূল বিষয়। তবে আমাকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। আমার ফেসবুক পোস্টে হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারেন। আমি আমার ইমানের জায়গা থেকে চেষ্টা করছি দল থেকে দূরে থাকার।

অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন না জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের দলের যে গ্রুপ আছে, সেখানে আমি লিখিতভাবে আমার পদত্যাগ করার বিষয়টি জানিয়ে দিয়েছি।

সবুজদেশ/এসইউ