গভীর রাতে সবাই ঘুমিয়ে আর অসহায়ের খোঁজে ইউএনও
সাতক্ষীরা প্রতিনিধিঃ
চারিদিক নিস্তব্ধ নিরাবতা, অন্ধকার। করোনা পরিস্থিতিতে যেন পাল্টে গেল চিরচেনা পরিবেশ। নেই কোলাহল, জমিয়ে কোন আড্ডা। ঘর থেকে বের হতে না পেরে রোজগার নেই খেটে খাওয়া মানুষের। খাবারের জন্য আহাজারি শুরু না হলেও ঘরে থাকা খাবার ফুরিয়ে এসেছে অনেক অসহায় মানুষের।
এরই মাঝে মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে তখন অসহায় মানুষদের খুঁজে বেড়িয়েছেন সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেন। অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিয়েছেন তিনি। এভাবেই ১৫০ বাড়িতে বাড়িতে ঘুরে কেঁটে গেছে ইউএনও’র রোববারের রাত।
বিতরণকৃত খাবার ও সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান।
তালা উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেন বলেন, দিন মজুর ও খেঁটে খাওয়া মানুষরা বাড়িতে থেকে অসহায় হয়ে পড়েছেন। বাড়িতে থাকা খাবার সামগ্রী ফুরিয়ে আসছে। সরকারের বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছি। বলেছি, আপনাদের বাইরে আসতে হবে না। খাবার আমরা পৌঁছে দেব। বাড়িতে নিরাপদে থাকুন।
তিনি বলেন, বরাদ্দ যেটি এসেছে সেটি অনেক কম। তবে এ সহযোগিতা চলমান থাকবে। পরবর্তীতে বরাদ্দ আসলে আবারও বিতরণ করা হবে। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠণের যুবকরা একযোগে কাজ করে যাচ্ছে।
আশাকরছি, করোনা পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। তবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতাও প্রয়োজন। তাদের উদ্দেশ্যে বলবো, আপনার এ দূর্দিনে এগিয়ে আসুন আত্নমানবতার সেবায়।