ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই, এসআই ও কনস্টেবল আটক

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় দুই গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে আটক হয়েছেন পুলিশের এসআই মলয় বসু ও কন্সটেবল রফিক। তারা যশোর ডিবি পুলিশে কর্মরত।

ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরসহযোগী মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি প্রদান করেন অপর সহযোগী মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সাতক্ষীরা সদরের কুশখালী এলাকার মৃত. গোলাম বারীর ছেলে গরু ব্যবসায়ী শওকত হোসেন ও নেছারউদ্দীনের ছেলে হাফি গত শনিবার সন্ধ্যার দিকে গরু ক্রয় করতে কালিগজ্ঞ উপজেলার মৌতলা গরু হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-কালিগজ্ঞ সড়কের পুষ্পকাটি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, র‌্যাব পরিচয়ে জোরপূর্বক টাকা ছিনতাইয়ের এ ঘটনাটি তাৎক্ষণিক পুলিশ সুপারকে অবহিত করা হয়। এরপরই তিনি ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেন।

তিনি বলেন, একটি সাদা মাইক্রোবাসে থাকা তিনজন দুই গরু ব্যবসায়ীকে নামিয়ে নিজেদের র‌্যাবের লোক বলে পরিচয় দেয়। এরপর কাছে থাকা এক লাখ ২৯ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়।

সাতক্ষীরা আদালতে মোশাররফ হোসেনের ১৬৪ ধারায় জবানবন্দির বিষয়টি কোর্ট পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানান, একজন এসআই ও একজন কন্সটেবল ঘটনায় সরাসরি জড়িত। ইতিমধ্যে তাদেরও পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি।

Tag :

About Author Information
Update Time : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
৩২২ Time View

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই, এসআই ও কনস্টেবল আটক

Update Time : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় দুই গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে আটক হয়েছেন পুলিশের এসআই মলয় বসু ও কন্সটেবল রফিক। তারা যশোর ডিবি পুলিশে কর্মরত।

ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরসহযোগী মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি প্রদান করেন অপর সহযোগী মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সাতক্ষীরা সদরের কুশখালী এলাকার মৃত. গোলাম বারীর ছেলে গরু ব্যবসায়ী শওকত হোসেন ও নেছারউদ্দীনের ছেলে হাফি গত শনিবার সন্ধ্যার দিকে গরু ক্রয় করতে কালিগজ্ঞ উপজেলার মৌতলা গরু হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-কালিগজ্ঞ সড়কের পুষ্পকাটি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, র‌্যাব পরিচয়ে জোরপূর্বক টাকা ছিনতাইয়ের এ ঘটনাটি তাৎক্ষণিক পুলিশ সুপারকে অবহিত করা হয়। এরপরই তিনি ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেন।

তিনি বলেন, একটি সাদা মাইক্রোবাসে থাকা তিনজন দুই গরু ব্যবসায়ীকে নামিয়ে নিজেদের র‌্যাবের লোক বলে পরিচয় দেয়। এরপর কাছে থাকা এক লাখ ২৯ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়।

সাতক্ষীরা আদালতে মোশাররফ হোসেনের ১৬৪ ধারায় জবানবন্দির বিষয়টি কোর্ট পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানান, একজন এসআই ও একজন কন্সটেবল ঘটনায় সরাসরি জড়িত। ইতিমধ্যে তাদেরও পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি।