ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার ( ৮ এপ্রিল) বেলা ১২টার দিকে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ চত্বরে কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ আহমেদ জনি, উপজেলা ছাত্রদলের সদস্যচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম, সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, হারুনা রশিদ রাজা, ইফতি জাহান, শাওন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আলা, সাহাদত হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরণ, আশরাফুল ইসলাম ইসলাম নিরবসহ প্রমুখ।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তরা বলেন, ইসরাইলকে প্রতিহত করতে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। আমারা ইসরাইলের সকল পণ্য বয়কট করবো। ইসরাইল আমাদের দেশে ব্যবসা করে সেই টাকা দিয়ে মুসলমানদের হত্যা করার জন্য অস্ত্র তৈরি করে। তাদের এই অর্থের যোগান আমরা আর দিবো না। ইসরাইলি পণ্য বয়কট করতে গিয়ে কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর না করার জন্য মানববন্ধন থেকে আহ্বান জানানো হয় ।
সবুজদেশ/এসইউ